চট্টগ্রামের রাউজানে অস্ত্র ও গুলিসহ মো. নুরুল আলম প্রকাশ বাবুল (৪২) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দু’নলা ট্রিগার ও ফায়ারিং পিন সংযুক্ত একটি দেশীয় এলজি ও ১ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মঙ্গলবার (৬ জুন) দিবাগত রাত পৌঁনে ৩টার দিকে পৌরসভার বাগোয়ান ইউনিয়নের আনোয়ার পাশা গরুর ফার্মের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মো. নুরুল আলম উপজেলার উরকিরচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মকবুল আহাম্মদ সারাংয়ের বাড়ির ইউনুছ মিয়া প্রকাশ ইউনুছ ড্রাইভারের ছেলে।
থানার সেকেন্ড অফিসার অজয় দেবশীল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলিসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ