চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাংলাদেশ থেকে পালানো ৩ কুকি-চিন ভারতে গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৭ জুন, ২০২৩ | ৭:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনীর চলমান অভিযানের কারণে কুকি-চিন জঙ্গিরা পালিয়ে ভারতের মিজোরাম রাজ্যে প্রবেশ করেছে। গত সোমবার (৫ জুন) একটি যৌথ অভিযানে আসাম রাইফেলস ও মিজোরাম রাজ্য পুলিশ প্রচুর পরিমাণে গোলাবারুদসহ তিন কুকি-চিন জঙ্গিকে গ্রেপ্তার করেছে।

আসাম রাইফেলসের সূত্রে খবর, নিরাপত্তা বাহিনী নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় লুকিয়ে থাকা জঙ্গিদের ধরতে অভিযান শুরু করেছে। গ্রেপ্তার তিন জঙ্গি স্থানীয়দের সহায়তায় লংটলাই জেলায় অবস্থান করছিল।

গ্রেপ্তার তিন জঙ্গি হলো জোসেফ লালনুনতলুয়াং (৪৮), ভ্যানরোথাওনা (৫৮) ও দাবিবাদাহ (৭৫)।

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে (সিএইচটি) সক্রিয় বিদ্রোহী সংগঠন কুকি-চিন ন্যাশনাল আর্মির (কেসিএনএ) তিন জন ক্যাডার ভারত-বাংলাদেশ সীমান্ত অতিক্রম করে ভারতের দিকে আশ্রয় নেয়। নির্দিষ্ট ইনপুট পাওয়ার পরে, আসাম রাইফেলস ও মিজোরাম রাজ্য পুলিশের একটি দল অভিযান শুরু করে এবং বিপুল পরিমাণ গোলাবারুদসহ তিন কুকি-চিন জঙ্গিকে আটক করে।

নিরাপত্তা বাহিনী অভিযানের সময় ১০ হাজার ৮ রাউন্ড ৫.৫৬ মিমি গোলাবারুদ, ৯ মিমি গোলাবারুদ দুই রাউন্ড এবং এউবিজিএল ৪০/৪৬ মিমি গোলাবারুদের একটি রাউন্ড এবং ৩৮ এসপিএল গোলাবারুদ জব্দ করেছে।

মিজোরাম পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত কুকি-চিন জঙ্গিরা সীমান্ত অতিক্রম করেছিল এবং জেলার হাম্বু বা বুল্টলাং গ্রামে আশ্রয় নেওয়া কেসিএনএ ক্যাডারদের কাছে গোলাবারুদ হস্তান্তর করার পরিকল্পনা করেছিল। গ্রেপ্তার তিন জঙ্গি কেসিএনএ সমর্থক বলে সন্দেহ করা হচ্ছে।

এদিকে আসাম রাইফেলস বিবৃতিতে বলেছে, বাংলাদেশ থেকে কুকি-চিন অভিবাসীদের আগমনের পর থেকে দক্ষিণ মিজোরামে অস্ত্রের চোরাচালান বাড়ছে। বিবৃতিতে বলা হয়, প্রতিবেশী দেশ থেকে অভিবাসীদের আগমনের সঙ্গে সঙ্গে ভারতে বাংলাদেশের বিদ্রোহী গোষ্ঠীর গতিবিধি বেড়েছে। অভিবাসী কুকি-চিন জঙ্গিরা মিজোরামে অস্ত্রের চোরাচালানের সঙ্গে জড়িত, যা অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এই পরিস্থিতি সামাল দিতে ভারত-মিয়ানমার সীমান্ত রক্ষার জন্য প্রচুর পরিমাণে আসাম রাইফেলসকে মোতায়েন করা হয়েছে।

উল্লেখ, এই বছরের মার্চ থেকে মিজোরামে বেশ কয়েকজন কুকি-চিন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, যখন বাংলাদেশ সেনাবাহিনী বিদ্রোহী গোষ্ঠীর বিরুদ্ধে আক্রমণ শুরু করেছিল। মিজোরামের লংটলাই জেলায় আসাম রাইফেলস কর্তৃক কুকি-চিন ন্যাশনাল আর্মির অন্তর্গত ২৯ বছর বয়সী এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট