চট্টগ্রামের পটিয়ায় পাওনা ১০০ টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে বন্ধুর লাথিতে মঈনুদ্দিন নামের এক তরুণ নিহত হওয়ার ঘটনায় সেই বন্ধু মারুফকে আটক করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৬ জুন) রাত ১০ টার দিকে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের হুলাইন গ্রামে মারুফের খালার বাড়ি থেকে তাকে আটক করা হয়। পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার পূর্বকোণকে বিষয়টি নিশ্চিত করেন। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে তিনি জানান।
আটক মারুফ পাইরোল সাদা পাড়া এলাকার জসিম উদ্দিনের ছেলে।
এর আগে আজ মঙ্গলবার দুপুরে উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল সাদা পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মঈনুদ্দিন ও মারুফ উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের পাইরোল সাদা পাড়া এলাকার বাসিন্দা। মারুফের কাছে মাইনুদ্দিনের ১০০ টাকা পাওনা ছিল। আজ সকালে ওই টাকা চাওয়াকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডার ঘটনা ঘটে। এর একপর্যায়ে মইনুদ্দিনের অণ্ডকোষে লাথি মারেন মারুফ। এতে মঈনুদ্দিন বেহুশ হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পূর্বকোণ/রবিউল/জেইউ