চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাইয়ে ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

কাপ্তাই সংবাদদাতা

৬ জুন, ২০২৩ | ৭:৩৯ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

 

আজ মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টায় উপজেলা মিলনায়তনে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে। সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা মো.ইমরান আহমেদ।

 

প্রশিক্ষক ছিলেন ওই প্রকল্পের আঞ্চলিক সমন্বয়ক মোহাম্মাদ শামসুল আলম চৌধুরী, রাঙামাটি জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান ও জেলা প্রশিক্ষণ অফিসার আপ্রু মারমা।

 

প্রশিক্ষণে বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সঞ্জিব ঘোষ।

 

প্রশিক্ষণে কাপ্তাই উপজেলার ৫ ইউনিয়নের ৬০ জন কৃষাণ-কৃষাণী অংশ নিয়েছে। তাদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করা হয়।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট