চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইন্সুরেন্স কর্মীকে তুলে নিয়ে ‘গণধর্ষণ’ : চট্টগ্রামে আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৬ জুন, ২০২৩ | ১:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারায় ইন্সুরেন্স কর্মীকে ‘গণধর্ষণ’ মামলার আসামি মো. আরিফকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আরিফ গুণদ্বীপ এলাকার মো. জাফরের ছেলে।

 

সোমবার (৫ জুন) নগরীর কোতোয়ালী থানাধীন আসকারদীঘির পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, ধর্ষণের শিকার ওই ইন্সুরেন্স কর্মীর বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। তিনি আনোয়ারায় একটি ইন্সুরেন্স কোম্পানিতে চাকরি করতেন। গত ২৪ মে তিনি মাজার জিয়ারতের উদ্দেশে রাত সাড়ে ১০টায় বাসা থেকে বের হয়ে সিএনজিতে ওঠেন। চালক মো. নঈম কিছুদূর যাওয়ার পর আরিফ, ফরহাদ এবং রাজুকে সিএনজিতে তুলেন। পরে চালক এবং তার সহযোগী তিনজন ওই নারীকে একটি পরিত্যাক্ত বিল্ডিংয়ে নিয়ে গিয়ে রাত সাড়ে ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত ধর্ষণ করে। পরে ওই নারীকে সিএনজিতে তুলে নির্জন জায়গায় ফেলে রেখে পালিয়ে যায়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে আনোয়ারা থানায় চারজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার বলেন, গতকাল সোমবার আসকরদীঘির দক্ষিণ পাড়ে অভিযান চালিয়ে মামলার আসামি আরিফেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট