চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি ৭ বছর পর ধরা

নিজস্ব প্রতিবেদক

৩ জুন, ২০২৩ | ৫:০১ অপরাহ্ণ

চট্টগ্রামের ফটিকছড়ির ভুজপুর থানার ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. হাসানকে (২৫) সাতবছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তার মো. হাসান (২৫) ভুজপুরের শান্তিনগর আনারস টিলা এলাকার মো. জাহাঙ্গীরের ছেলে।

 

শুক্রবার (২ জুন) সীতাকুণ্ড উপজেলার পাকা মসজিদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

র‌্যাব জানায়, ২০১৬ সালের ৬ ডিসেম্বর ভিকটিমের মা তাকে বাড়িতে একা রেখে পাশের গ্রামে আরেক মেয়ের বাড়িতে বেড়াতে যান। ভিকটিমের বাবা তাকে চাচার বাড়িতে রেখে কাজে বের হন। পরদিন ৭ ডিসেম্বর প্রতিবেশি ফারহানা তাকে বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফারহানা ভিকটিমকে আসামি মো. হাসানের কাছে রেখে চলে আসে। পরবর্তীতে হাসান গামছা দিয়ে ভিকটিমের মুখ বেঁধে রামগড় টি-আর চা বাগানে নিয়ে যায়। সেখানে ভিকটিমকে ধর্ষণ করে। ধর্ষণের পর আসামি তার বন্ধুর সঙ্গে মোবাইল ফোনে কথা বলার সময় ভিকটিম কৌশলে পালিয়ে যায় এবং গ্রামের আরেক চাচার বাড়িতে আশ্রয় নেয়।

 

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় ভিকটিমের বাবা মো. কালা মিয়া বাদী হয়ে ভুজপুর থানায় ২ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এরপর থেকে ধর্ষক হাসান গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে যায়। মামলার তদন্ত কর্মকর্তা তদন্ত শেষে হাসানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত দীর্ঘ বিচার কার্যক্রম শেষে ধর্ষক মো. হাসানকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৩ লাখ টাকা অর্থদণ্ড দেন। জরিমানা অনাদায়ে ১ বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন।

 

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, গতকাল শুক্রবার সীতাকুণ্ডের পাকা মসজিদ এলাকায় অভিযান চালিয়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি হাসানকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট