চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কৃষি জমির টপ সয়েল কাটায় ৭৮ হাজার টাকা জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

৩১ মে, ২০২৩ | ১১:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটা এবং ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে একব্যক্তি ও দুই ফার্মেসিকে ৭৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

আজ বুধবার (৩১ মে) ও গতকাল মঙ্গলবার পৃথক অভিযান পরিচালনা করেন যথাক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শরীফ উল্যাহ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহজাহান।

 

জানা যায়, মঙ্গলবার রাত ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মীর পাড়া এলাকায় অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল কাটার অপরাধে ওই এলাকার জিন্নাত আলী পাড়ার জাফর আহমদের ছেলে মো. রিয়াদকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

 

আজ বুধবার (৩১ মে) বিকাল ৩টার দিকে উপজেলার আধুনগর বাজারে অভিযান চালিয়ে ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে অনুপম ফার্মেসির কল্যাণ পালকে ১৫ হাজার টাকা ও সৌদিয়া ফার্মেসির ফরিদুল আলমকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে কর্মকর্তারা জানান।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট