চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

বাঁশখালীতে চাষির বিষপানে আত্মহত্যা, গ্রেপ্তার ৩

বাঁশখালী সংবাদদাতা

৩১ মে, ২০২৩ | ১০:০৮ অপরাহ্ণ

চট্টগ্রামে বাঁশখালীর চাম্বল ইউনিয়নে পাহাড়ি এলাকায় কাঁকরোল চুরির অভিযোগে চাষি হাবিব উল্লাহকে (২৪) স্ত্রী রোকসানা আক্তারের সামনেই বেড়ধক মারধর করে পার্শ্ববর্তী জমির মালিকেরা।

 

মঙ্গলবার (৩০ মে) দুপুরে ওই চাষি বিষপান করেন। গুরুতর আহত অবস্থায় প্রথমে বাঁশখালী পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়।

 

বুধবার রাত ৮টায় পূর্ব চাম্বল হায়দরী মুড়া এলাকায় নামাজে জানাজা শেষে পারিবারিক কবরে দাফন করা হয়। এ ব্যাপারে মামলা দায়ের হয়েছে।

 

বুধবার (৩১ মে) দুপুরে আনোয়ারা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. কামরুল হাসান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিনসহ একদল পুলিশ তদন্তে গেলে স্থানীয়রা দোষীদের নাম উল্লেখ করেন। পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে চাম্বল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আবদুল আজিজের ছেলে মো. সাকিব (২০), আবুল বশরের ছেলে আবদুল কাদের (২৭) ও আজিজ আহমদের ছেলে দোস মোহাম্মদকে (৩৪) গ্রেপ্তার করে।

 

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, পূর্ব চাম্বলের আবদুল মজিদের ছেলে নিহত হাবিব উল্লাহ কাঁকরোল ক্ষেতে যায়। এ সময় পার্শ্ববর্তী ক্ষেতের লোকজন বিভিন্ন অজুহাতে মারধর করে। পরে হাবিবকে বাঁশখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে চমেক হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। ময়নাতদন্ত রিপোর্টের পর কিভাবে মৃত্যু হয় তা নিশ্চিত হওয়া যাবে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট