চট্টগ্রাম সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

তিন বছরের সাজা থেকে বাঁচতে ১১ বছর পালিয়ে, অতঃপর…

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

৩১ মে, ২০২৩ | ১:০৫ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় কুপিয়ে জখমের মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোহাম্মদ রিদুয়ানকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিদুয়ান উপজেলার ঢেমুশিয়া ইউনিয়নের তেচ্ছিপাড়া গ্রামের মৃত জাফর উল্লাহর ছেলে।

 

ঘটনার ১১ বছর পর বুধবার (৩১ মে) ভোররাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এ তথ্য নিশ্চিত করেছেন চকরিয়া থানার অপারেশন অফিসার (এসআই) রাজিব সরকার। তিনি বলেন, ‘ঢেমুশিয়ায় একটি মারামারির ঘটনায় ২০১২ সালের ৯ জুন চকরিয়া থানায় মামলা দায়ের হয়। ওই মামলার দীর্ঘ শুনানি শেষে চকরিয়া জুডিশিয়াল মাজিস্ট্রেট আদালতে রায় ঘোষণা হয় চলতি বছরের এপ্রিলে। রায়ে জাফর উল্লাহর ছেলে রিদুয়ানকে ৩ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়। অর্থদণ্ড পরিশোধ না করলে অতিরিক্ত ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়। আজ ভোরে সেই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার রিদুয়ানকে দুপুর ১২ টার দিকে আদালতে পাঠানো হয়েছে।’

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট