চট্টগ্রামের চন্দনাইশে অভিযান চালিয়ে দুটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে জেলা প্রশাসন। অপর এক ইটভাটাকে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
ইটভাটাগুলো হল- মেসার্স শাহ্ আলী রজা (রা.) ব্রিকস ম্যানু., মেসার্স পটিয়া ব্রিকস ম্যানু. ও মেসার্স শাহ আমানত ব্রিকস ম্যানু.।
আজ সোমবার (২৯ মে) এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিমরান মোহাম্মদ সায়েক।
তিনি বলেন, চন্দনাইশে অভিযান চালিয়ে দুটি ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়েছে। অপর এক ইটভাটাকে লাইসেন্সবিহীন কার্যক্রম পরিচালনা করায় ২০ লাখ টাকা জরিমানা করা হয়। সে সাথে সকল কার্যক্রম বন্ধ রাখতে ও দ্রুত সকল স্থাপনা অপসারণ করতে নির্দেশ দেয়া হয়।
পূর্বকোণ/জেইউ/পারভেজ