চট্টগ্রাম রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

২৯ মে, ২০২৩ | ১০:৪০ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি শিপব্রেকিং ইয়ার্ডে দুর্ঘটনায় মো. সাহাব উদ্দিন (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

 

সোমবার (২৯ মে) দুপুরে উপজেলার সোনাইছড়ি জোড়ামতল সাগর উপকূল এলাকায় অবস্থিত ফোর স্টার শিপব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে।

 

নিহত শ্রমিক মো. সাহাব উদ্দিন কুমিরা ইউনিয়নের দক্ষিণ কাজী পাড়া এলাকার সুলতান আহমেদের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সোনাইছড়ির সাগর উপকূলের জনৈক মো. নুর উদ্দিন রুবেলের মালিকানাধীন ফোর স্টার শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় একটি জাহাজের ভারি প্লেট এসে পড়ে ঐ ইয়ার্ডের কাটার ম্যান মো. সাহাব উদ্দিনের উপর। এতে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এদিকে অপমৃত্যু হলেও বিষয়টি পুলিশকে না জানিয়ে লাশ দাফনের প্রক্রিয়া চলছিল মর্মে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে লাশ পোস্টমর্টেমের জন্য প্রেরণ করেন।

 

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় দুর্ঘটনায় সাহাব উদ্দিন নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তবে তারা আমাদের না জানিয়ে লাশ দাফনের প্রক্রিয়া করছিল। খবর পেয়ে আমরা লাশ ময়নাতদন্তে পাঠিয়েছি।

 

তিনি আরও বলেন, কেউ কেউ বলছেন শ্রমিকটি প্লেট চাপা পড়ে মারা যান। আবার কেউ বলছেন অগ্নিদ্বগ্ধ হয়ে মারা যান। লাশ মর্গে আছে। ময়নাতদন্ত শেষে আমরা প্রকৃত ঘটনা জেনে আইনগত ব্যবস্থা নেব।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট