চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে কেএনএফের আস্তানা থেকে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

বান্দরবান সংবাদদাতা

২৯ মে, ২০২৩ | ৪:৩০ অপরাহ্ণ

বান্দরবানে বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) বিরুদ্ধে সেনা অভিযান চলছে। গতকাল রবিবার (২৮ মে) ও আজ সোমবার (২৯ মে) থিংদলতে এলাকার একটি আস্তানা থেকে দেশি বন্দুক, সরঞ্জাম ও বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনী। ওই ক্যাম্পটি সেনাবাহিনী দখলে নিয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

 

বান্দরবান রিজিয়নের সেনা কর্মকর্তারা জানিয়েছেন, সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে কেএনএফ’র সদস্যরা পালিয়ে যান। সেনা সদস্যরা ওই ক্যাম্প থেকে কেএনএফের ব্যবহৃত বিপুল পরিমাণ গোলাবারুদ এবং স্থলমাইন, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) জব্দ করে। অভিযান এখনো চলমান রয়েছে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

 

এদিকে বান্দরবানের কেএনএফের অপতৎপরতা এবং সেনা অভিযানের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা না পেয়ে রুমা উপজেলার বাক্তলাই পাড়ার এগারো বম পরিবারের ৩২ সদস্য গতকাল রবিবার সকালে পাশের থানচি উপজেলা সদরে আশ্রয় নিয়েছে।

 

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনসুর জানান, বাকলাই এলাকা থেকে আসা বম পরিবারগুলোকে থানচি উপজেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় দেওয়া হয়েছে। সেখানে সরকারিভাবে তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। নিজ গ্রামে ফেরার অনুকূল পরিস্থিতি না আসা পর্যন্ত তারা সেখানে থাকতে পারবে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট