চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানরটি অবমুক্ত

কাপ্তাই সংবাদদাতা

২৯ মে, ২০২৩ | ১২:২৩ পূর্বাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে উদ্ধার হওয়া ‘বেঙ্গল স্লো লরিস’ প্রজাতির লজ্জাবতী বানরটি জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

 

আজ রবিবার (২৮ মে) সন্ধ্যায় ৬টায় কাপ্তাই পাল্পউড বাগান বিভাগ বানরটি গভীর অরণ্যে অবমুক্ত করেন।

 

গতকাল শনিবার রাতে কাপ্তাই পাল্পউড বনবিভাগের রাজস্থলী রেঞ্জ এলাকা থেকে পাচারকালে বানরটি উদ্ধার করে বনবিভাগ। রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মো. মিজানুর রহমানের নির্দেশে কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল ইসলাম (ডিএফও), রাজস্থলী রেঞ্জ কর্মকর্তা মো. শাহিন মিয়া ও বনপ্রহরী মো. হাসান জাতীয় উদ্যানে অবমুক্ত করে।

 

কাপ্তাই পাল্পউড বাগান বিভাগীয় কর্মকর্তা মো. নুরুল ইসলাম (ডিএফও) জানান, আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘের (আইইউসিএন) তালিকায় এটি বিপন্ন প্রজাতির প্রাণী।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট