চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

টেকনাফ সংবাদদাতা

২৮ মে, ২০২৩ | ১০:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে মাদ্রাসার পুকুরে ডুবে শাকিবুর রহমান (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড উত্তর লেদার রহমত উল্লাহর ছেলে।

 

রবিবার (২৮ মে) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা ইবনে আব্বাস মাদ্রাসার পুকুরে ডুবে ওই শিশুর মৃত্যু হয়।

 

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, আজ সকালে পুকুরে শিশু শাকিবুর রহমান পড়ে যায়। পরবর্তীতে স্থানীয় লোকজন তাকে দেখতে পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

টেকনাফ মডেল থানার কর্তব্যরত ডিউটি অফিসার উপপরিদর্শক (এসআই) শাহাদত জানান, পুকুরে ডুবে এক শিশু মৃত্যু হয়েছে। তবে ঘটনার বিষয়ে কেউ অভিযোগ নিয়ে আসেনি।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট