চট্টগ্রাম রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বাঁশখালীতে ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষে শিশুসহ আহত ৭

বাঁশখালী সংবাদদাতা

২৪ মে, ২০২৩ | ১১:২৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালী গণ্ডামারায় সিএনজিচালিত অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারী-শিশুসহ ৭ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরমধ্যে আশঙ্কাজনক অবস্থায় ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

আজ বুধবার (২৪ মে) রাত ৮টার দিকে পিএবি সড়কের দারোগা বাজার ফায়ার সার্ভিস স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা যায়, পশ্চিম গণ্ডামারা থেকে নবাব আলী পরিবারের সদস্যরা সরলের ভাদালিয়া গ্রামে বিয়েতে যাচ্ছিল। রাত ৮টার দিকে পিএপি সড়কে দারোগা বাজারের দক্ষিণ পার্শ্বে ফায়ার সার্ভিস স্টেশনের সামনে দক্ষিণ বাঁশখালী অভিমুখী ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে গণ্ডামারা ১ নম্বর ওয়ার্ডের আক্কেল আলীর ছেলে নবাব আলী (৫৩), স্ত্রী রহিমা বেগম (৪০), ছেলে এনাম হক (১৩), ইমরান (৭), ফারিয়া (৩), অটোরিকশা চালক জলদী ৯ নম্বর ওয়ার্ডের আবুল হোসেনের ছেলে মো. হেলাল (৩০) ও শেখেরখীল ৮ নম্বর ওয়ার্ডের নুরুল আমিনের ছেলে নিজাম উদ্দিন (৩৩) আহত হয়।

 

গণ্ডামারা ইউনিয়নের নসরত আলী ও তার বোন রাশেদা বেগম হাসপাতালে আহতদের দেখতে এসে জানান, সবাই ভাদালিয়া গ্রামে রহিমা বেগমের ভাইয়ের বিয়ে অনুষ্ঠানে যাচ্ছিল। পথিমধ্যে দুঘর্টনায় আহত হয়ে হাসপাতালে গেলেন সকলেই। আহতরা বুকে, পিঠে বেশি আঘাত পেয়েছে।

 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ডা. তামান্না আশরাফী জানান, সড়ক দুঘর্টনায় আহত ৩ জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা বাঁশখালীতে চিকিৎসা নিচ্ছে।

 

বাঁশখালী থানার উপপরিদর্শক (এসআই) রাজীব চন্দ্র পোদ্দার জানান, দুঘর্টনায় পতিত গাড়িগুলো আটক করা হয়েছে।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট