চট্টগ্রাম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু

মানিকছড়ি সংবাদদাতা

২৩ মে, ২০২৩ | ৯:৪৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্টে মো. জুবায়ের হোসেন সামি (৭) নামের এক বাকপ্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ মে) বিকাল ৫টার দিকে উপজেলার তিনটহরী গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত সামি ওই ইউনিয়নের গুচ্ছগ্রামের মো. কামাল হোসেন ও রুবি আক্তারের ছোট ছেলে।

 

হাসপাতাল ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, বিকেলে বৃষ্টিপাতের সময় কামাল হোসেনের উঠানে দুই ঘরে বিদ্যুৎ সংযোগ তার ছিঁড়ে পড়ে। বিষয়টি পরিবারের কারও দৃষ্টিতে পড়েনি। মো. জুবায়ের দাদীর ঘর থেকে দৌঁড়ে নিজঘরে যাওয়ার সময় পড়ে থাকা বৈদ্যুতিক তারের স্পর্শে গুরুতর আহত হয়।

 

আহতবস্থায় তাকে দ্রুত উপজেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কর্তব্যরত চিকিৎসক ডা. মহি উদ্দীন বলেন, শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

 

নিহতের পিতা মো. কামাল হোসেন বলেন, দুই ভাইবোনের মধ্যে জুবায়ের ছোট। সে দাদির ঘরে থাকত।

 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনচারুল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির উঠানে পড়ে থাকা তারে স্পৃষ্ট হয়ে শিশুটি মারা গেছে। তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট