চট্টগ্রাম বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪

চন্দনাইশে গরু বাঁচাতে গিয়ে প্রাণ গেল কলেজছাত্রের

চন্দনাইশ সংবাদদাতা

১৩ মে, ২০২৩ | ৩:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর এলাকায় গরু বাঁচাতে গিয়ে বিদ্যুৎম্পৃষ্ট হয়ে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ মে) সকালে এ ঘটনা ঘটে।

 

নিহত মো. হাসান (২২) রওশনহাট এলাকার কৃষক মোহাম্মদ আলীর ছেলে ও বিজিসি ট্রাস্ট স্কুল এন্ড কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

 

জানা গেছে, সকালে গোয়াল ঘর থেকে গরু বের করে বাড়ির পাশে ক্ষেতে বেঁধে দেওয়া হয়েছিল। কিন্তু গরুটিকে মাটিতে লুটিয়ে পড়া অবস্থায় দেখে তিনি ছুটে যান। এ সময় সেখানে ছোঁড়া বৈদ্যুতিক তারে নিজেই স্পৃষ্ট হন। স্থানীয়রা দেখতে পেয়ে তাকে বিজিসি ট্রাস্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে বাড়িতে এনে তার মুখ দিয়ে লালা বের হতে দেখলে তাকে দ্রুত চমেক হাসপাতালের নেওয়ার চেষ্টা করা হয়। তবে পথিমধ্যে তাকে পটিয়া জেনারেল হাসপাতালে দেখালে সেখানের কর্তব্যরত চিকিৎসকও তাকে মৃত ঘোষণা করেন।

 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুর শুক্কুর।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট