চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বোয়ালখালীতে প্রধানমন্ত্রীর উপহার পেল ৪৩২ শিক্ষার্থী

বোয়ালখালী সংবাদদাতা

৮ মে, ২০২৩ | ৯:৫৬ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার মাধ্যমিক পর্যায়ের ৪২ শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে জনশুমারি ও গৃহগণনা ২০২১ প্রকল্পের ৪৩২টি মোবাইল ট্যাবলেট বিতরণ করা হয়েছে।

 

সোমবার (৮ মে) সকালে কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে মেধাবী শিক্ষার্থীদের হাতে এ ট্যাবলেট বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন।

 

অনুষ্ঠানে মাধ্যমিক পর্যায়ের ৩০টি বিদ্যালয়ের ১২ জন করে ৩৬০ জন এবং ১২টি মাদ্রাসার ৬ জন করে ৭২ জন শিক্ষার্থী ৪৩২টি মোবাইল ট্যাবলেট পেয়েছেন।

 

এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সালমা ইসলাম ও বোয়ালখালী প্রেস ক্লাবের সভাপতি এসএম মোদ্দাচ্ছের।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট