চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘আমাদের সব সম্পদ ও স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে’

কাপ্তাই সংবাদদাতা

৮ মে, ২০২৩ | ৭:০৫ অপরাহ্ণ

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি বাজারে অগ্নিকাণ্ডে প্রায় ৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (৮ মে) দুপুর ১২টায় এ ঘটনা ঘটে।

 

ব্যবসায়ী এমদাদুল হক, শহিদ, শাহ আলম, আমির হোসেন ও সেলিম সর্দার বলেন, ‘আমাদের সব সম্পদ ও স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। এখন পথে বসতে হবে। তবে আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা কেউ বলতে পারেনা।’

 

ইউপি সদস্য নজরুল ইসলাম বলেন,  ব্যবসায়ীদের কান্নায় বাতাস ভারী হয়ে উঠেছে।

 

বিলাইছড়ির উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিজানুর রহমান জানান, দুপুর ১২টায় ভয়াবহ আগুন লেগে প্রায় ৫০টি ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। দ্বীপের মাঝখানে বিধায় আগুন নিভানোর কোন ব্যবস্থা ছিল না। এতে বড় ধরনের ক্ষতি হয়েছে সবার।

 

আগুন লাগার সাথে সাথে খবর পেয়ে বিলাইছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল আহসান হাবিব রাজীব, বিলাইছড়ি উপজেলা চেয়ারম্যান বীরউত্তম তনচংগ্যা, বিলাইছড়ি থানার ওসি আলমগির হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামসুদ্দীন ও ইউপি চেয়ারম্যান রাশেল মারমা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারদের সান্তনা দেন।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট