চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাউজানে কেন্দ্রীয় বৌদ্ধ বিহারের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাউজান সংবাদদাতা

৫ মে, ২০২৩ | ৮:৪৯ অপরাহ্ণ

হালদা নদী পাড়ে নির্মিত হচ্ছে ‘রাউজান উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার’। শুক্রবার (৫ মে) বিকাল ৪টায় রাঙ্গামাটি সড়কের রাউজান গহিরা সত্তারঘাটের উত্তর পাশে ৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত বিহারটির ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়।

 

ভিত্তিপ্রস্তর স্থাপন ও বুদ্ধ পূর্ণিমা উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

 

তিনি বলেন রাউজান শান্তির, সম্প্রীতির জনপদ। এখানে প্রত্যেক ধর্মের মানুষের সমান অধিকার আছে। রাউজানে ইতোমধ্যে কেন্দ্রীয় মসজিদ, কেন্দ্রীয় মন্দিরের কাজ শেষ পর্যায়ে, এখন বৌদ্ধদের কেন্দ্রীয় বিহার নির্মাণ করছি। এটা রাউজানবাসীর জন্য গর্বের বিষয়। রাউজানকে সকল ধর্মের মানুষ মিলে সুন্দর রাখতে হবে।

 

এতে আশীর্বাদক ছিলেন উপ-সংঘরাজ অধ্যক্ষ স্মৃতিধর ড. শীলানন্দ মহাথের। উদ্বোধক ছিলেন বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার উপ-সংঘনায়ক জ্ঞাননন্দ মহাথের।

 

রাউজান উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার নির্মাণ কমিটির সভাপতি সুকুমার বড়ুয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অংশুমান বড়ুয়ার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান একেএম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ারুল ইসলাম, সহসভাপতি কামরুল হাসান বাহাদুর, প্যানেল মেয়র বশির উদ্দিন খান, বাগোয়ান ইউপি চেয়ারম্যান ভূপেশ বড়ুয়া, কাউন্সিলর আলমগীর আলী। মঙ্গলাচারণ করেন করুনান্দ মহাথের।

 

বক্তব্য রাখেন ত্রিপিদ বড়ুয়া, ডা. স্বপন বড়ুয়া, দোলন বড়ুয়া, সুমন কল্যাণ বড়ুয়া, জগদীশ বড়ুয়া, মাইকেল বড়ুয়া, বকুল বড়ুয়া, চন্দ্রসেন বড়ুয়া, বীর মুক্তিযোদ্ধা খোকন কান্তি বড়ুয়া, খোকন বড়ুয়া, আদেশ বড়ুয়া, প্রণব বড়ুয়া, শাসনান্দ মহাথের, তাপস কান্তি বড়ুয়া, প্রকৌশলী বিদুভূষণ বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া। শুরুতে ফলক উন্মোচনের মাধ্যমে ‘রাউজান উপজেলা কেন্দ্রীয় বৌদ্ধ বিহার’র ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ফজলে করিম এমপি।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট