২ মে, ২০২৩ | ২:৪৭ অপরাহ্ণ
বান্দরবান প্রতিনিধি
দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকা বান্দরবানের থানচি লিক্রে সড়কটি আবারো পুনরায় চালু হয়েছে। সড়কটির ১৮ কিলোমিটার অংশ পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট কেএনএফের নিয়ন্ত্রণে থাকায় এতদিন ওই সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল। এছাড়া সড়কটির বিভিন্ন অংশে নির্মাণ কাজও বন্ধ ছিল। সোমবার থেকে সেনাবাহিনী সাঁড়াশি অভিযান চালিয়ে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সন্ত্রাসমুক্ত করেছে এলাকাটি। আজ মঙ্গলবারও (২ মে) সড়কটির ১৯ কিলোমিটার অংশে সেনাবাহিনীর সদস্যরা অভিযান চালিয়েছে। এসব জায়গা থেকে কেএনএফের পুঁতে রাখা দুটি বিস্ফোরক উদ্ধার করেছে সেনাবাহিনীর সদস্যরা।
রুমা-২৮ বীর এর অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল সোমবার সকাল থেকে সড়কটির বাকলাই অংশে অভিযান শুরু হলে সেনাবাহিনীর সাথে কেএনএফের বন্দুকযুদ্ধ হয়। বিকেলে ১৮ কিলোমিটার অংশে ইউপিডিএফ গণতান্ত্রিকের সাথে কেনএফের আবারও বন্দুকযুদ্ধ শুরু হয়। রাত পর্যন্ত থেমে থেমে উভয় গ্রুপের মধ্যে গুলি চলে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা এখনো পর্যন্ত জানা যায়নি। এদিকে সংঘর্ষের পর বাকলাই পাড়া, হাইতং পাড়া, বোডিং পাড়াসহ বেশ কয়েকটি পাড়া থেকে ৩০টিরও বেশি পরিবার আতঙ্কে উপজেলা সদরসহ বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে। এসব এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল মনসুর জানিয়েছেন, থানচি লিক্রে সড়কটি চালু করতে এবং সেটির নির্মাণ কাজ অব্যাহত রাখতে সেনাবাহিনী বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।
থানছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমদাদুল হক জানিয়েছেন, বাকলাইসহ বিভিন্ন অংশে সেনাবাহিনীর সাথে কেনএফের গোলাগুলির খবর শোনা গেছে।
পূর্বকোণ/পিআর/এএইচ