চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বেড়েছে শ্রমিকের মজুরি

বাঁশখালীতে এবারও বোরো ধানের বাম্পার ফলন

অনুপম কুমার অভি, বাঁশখালী

১ মে, ২০২৩ | ১১:০২ অপরাহ্ণ

উপজেলায় এবার বোরো মৌসুমে ধানের ফলন ভালো হয়েছে। তবে ১ হাজার টাকা মজুরি দিয়েও ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন কৃষক-জমির মালিকরা। উপজেলার ১৪ ইউনিয়ন ও পৌরসভায় ১১ হাজার ৩শ হেক্টর জমিতে বোরো ধানের চাষাবাদ হয়েছে। ফলে চাষিরা মাঠে নেমে পড়েছে ধান কাটার জন্য।

জানা যায়, গত মৌসুমে শ্রমিকের মজুরি ৮০০/৯০০ টাকা হলেও এবার ১০০০ টাকা পর্যন্ত ঠেকেছে। ঝড়, বৃষ্টি, বাতাসের আশঙ্কায় কৃষকরা ধান কাটতে শুরু করেছে। অধিকাংশ জমিতে পাকা ধান কাটা শুরু হলেও বেশ কিছু জমিতে এখনো কাঁচা রয়েছে। কৃষি অফিস জানিয়েছে, উপজেলার বৈলছড়ী, কালীপুর, সাধনপুর, পুঁইছড়ি, চাম্বল, শীলকূপ, পুকুরিয়া, বাহারছড়া, খানখানাবাদ, শেখেরখীল, গণ্ডামারা, কাথরিয়া, ছনুয়া, সরল ও পৌরসভার জলদী এলাকায় বোরো ধানের ভাল ফলন হয়েছে।

কৃষি অফিস আরো জানায়, বোরো ধানের মধ্যে হাইব্রিড জাতের ৫ হাজার ২ শত হেক্টর, উফশী জাতের ৬ হাজার ১ শত হেক্টর। এ বছর মোটা ধানের ফলন ৮ দশমিক ৫ মেট্রিক টন, চিকন ধানের ফলন ৬ দশমিক ২ মেট্রিক টন আশা করা যাচ্ছে। উপজেলায় ১১ হাজার ৭৫০ জন প্রান্তিক কৃষককে বোরো প্রণোদনা ও ৩ হাজার কৃষককে আউশ প্রণোদনা প্রদান করা হয়েছে।

রায়ছটা গ্রামের কৃষক আবু ছালেক জানান, বোরো মৌসুমকে বিদ্যুৎ সরবরাহ, সার, বীজ ও বালাইনাশক বিষ সংকট ছিল না বলে ধান চাষাবাদ ভালো হয়েছে। ধান ভালো হওয়াতে আমরাও খুশি। ছনুয়া ইউনিয়নের খুদুকখালী গ্রামের কৃষক জাফর আহমদ জানায়, লবন সহিষ্ণু এলাকা হওয়াতেও বোরো ধান ভালো হয়েছে। শ্রমিক সংকট রয়েছে। পূর্বে ৮/৯ শত টাকা শ্রমিক পাওয়া গেলেও ঈদের পরবর্তী সময়ে ১ হাজার টাকার কম বেতনে শ্রমিক পাওয়া যাচ্ছেনা।

উপজেলা কৃষি অফিসার আবু সালেক জানান, অনুকূল আবহাওয়া, কৃষকের নিবিড় পরিচর্যা, যথাসময়ে জমিতে সার ও কীটনাশক প্রয়োগের কারণে বোরোর বাম্পার ফলন হয়েছে। দক্ষিণ বাঁশখালীতে বিভিন্ন ইউনিয়নে চাষকৃত জমিতে ৪০ শতাংশ, উত্তর বাঁশখালীতে ৫০-৬০ শতাংশ, গন্ডামারা, মনকিরচর, শেখেরখীল এলাকায় ৮০-৯০ শতাংশ জমিতে ধান কাটা শেষ হয়েছে। পুরো বাঁশখালীতে কৃষকরা ৪৫ শতাংশ ধান কেটে ঘরে তুলেছে। এবার সবচেয়ে উপশী ব্রি-ধান ৯২ জাতের ১ হেক্টর জমিতে সাড়ে ৮ মেট্রিক টন ধান ফলন হয়েছে।

 

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট