চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নলকূপে উঠছে না পানি, সেচ পাম্প পেয়ে খুশি পেকুয়ার ১৪ কৃষক

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

৩০ এপ্রিল, ২০২৩ | ৭:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের ১৪ জন গরিব কৃষককে ১৪টি সেচ পাম্প দিয়েছে এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে সেচ পাম্প বিতরণ উপলক্ষে রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সেচ পাম্প পেয়ে খুশি কৃষকেরা। কৃষকেরা বলছেন, এলাকার বেশিরভাগ নলকূপে পানি উঠছে না। পানির স্তর নিচে নেমে যাওয়ায় ধান চাষে ও লবণ উৎপাদনে চরম ব্যাঘাত ঘটছে। এই মুহুর্তে সেচ পাম্পগুলো খুব উপকার দিবে কৃষকদের।

বদিউদ্দিন পাড়ার কৃষক মোহাম্মদ ছাবের (৫৫) বলেন, আমি একজন লবণ চাষি। জমিদারের কাছ থেকে জমি বর্গা নিয়ে লবণের চাষ করি। প্রতিবছর সেচ দিতে অনেক টাকা খরচ হয়। এখন বিনামূল্যে সেচ পাম্প পাওয়ায় অনেক সাশ্রয় হবে।

সভায় প্রধান অতিথি ছিলেন এলজি ইলেকট্রনিক্স বাংলাদেশ শাখার ব্যবস্থাপনা পরিচালক পিটার কো, বিশেষ অতিথি ছিলেন এলজি ইলেকট্রনিক্সের একাউন্টিং অ্যাণ্ড ট্যাক্স মো. রেহানউদ্দিন, কক্সবাজার জেলা পরিষদের সদস্য মোহাম্মদ শওকত, সাংবাদিক এস এম হানিফ।

এছাড়া বক্তব্য দেন এলজি ইলেকট্রনিক্সের এম্বাসেডর জাহিদুল ইসলাম, রাজাখালী এয়ার আলী খান উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রহিম উদ্দিন, রাজাখালীর স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক বিপ্লবের সদস্য মিশকাত কবির আজাদ, উপকারভোগী ছাবের আহমদ।

 

পূর্বকোণ/জাহেদ/রাজীব/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট