চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ জুন, ২০২৩

সর্বশেষ:

২৭ এপ্রিল, ২০২৩ | ১১:৫৪ অপরাহ্ণ

বিজ্ঞপ্তি

৪ শতাধিক বস্তিবাসীর সঙ্গে ঈদ করলেন চট্টগ্রামের পুলিশ সুপার

বস্তিবাসীদের সঙ্গে পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে ঈদ উদযাপন করলেন জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ শফিক। ঈদের ২-৩ দিন আগে থেকে নগরীর সিআরবি এলাকায় অবস্থিত চট্টগ্রাম জেলা পুলিশ সুপারের বাংলো এলাকার আশেপাশে থাকা বিভিন্ন বস্তিবাসীদের ঈদ উদযাপন পরিকল্পনা জানতে ছদ্মবেশে খোঁজ-খবর নেন তিনি।
এরপর বস্তিতে থাকা অধিকাংশ অস্বচ্ছল পরিবারের ঈদ উদযাপনের দায়িত্ব নিয়ে চাঁদরাতে তাদের হাতে উপহার হিসেবে নতুন পোশাক বিতরণ করেন। ঈদের দিন প্রায় চার শতাধিক গরীব বস্তিবাসী নিয়ে একসাথে খাওয়া-দাওয়া করেন জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

পুলিশ সুপারকে কাছে পেয়ে রঙিন হয়ে উঠে বস্তিবাসীদের ঈদ উদযাপন। এসময় বিভিন্ন বয়সের মানুষের মুখে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তারা উচ্ছ্বাস হয়ে পুলিশ সুপারকে ধন্যবাদ জানান। এ সময় পুলিশ সুপার এসএম শফিউল্লাহ শফিক বস্তিবাসীদের জন্য সুন্দর আশ্রয়ণ প্রকল্প করার বিষয় কাজ করার কথা জানান।- বিজ্ঞপ্তি

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট