চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন: ভোট গ্রহণ শেষ, ফলাফলে অপেক্ষা

বোয়ালখালী সংবাদদাতা

২৭ এপ্রিল, ২০২৩ | ৬:২১ অপরাহ্ণ

চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনের ভোটগ্রহণ বিকেল ৪টায় শেষ হয়েছে। এখন ফলাফলের অপেক্ষা। এর আগে সকাল ৮টায় এ আসনের ১৯০টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এরমধ্যে বোয়ালখালী উপজেলার ৭৮টি কেন্দ্র রয়েছে।

 

সহকারী রিটার্নিং কর্মকর্তা ও বোয়ালখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, ‘সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়েছে। দিনভর তেমন একটা অভিযোগ আসেনি। দুয়েকটি বিচ্ছিন্ন অভিযোগ পেয়েছিলাম। যা পাওয়ার সাথে সাথেই সমাধান করা হয়েছে। প্রিজাইডিং অফিসাররা স্ব স্ব কেন্দ্রে ফলাফল ঘোষণা করবেন। আমরাও অল্প কিছুক্ষণের মধ্যে পেয়ে যাবো’।

 

গত ৫ ফেব্রুয়ারি এ আসনের সংসদ সদস্য মোছলেম উদ্দীনের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করা হয়। এতে উপনির্বাচনে তফসিল দেয় নির্বাচন কমিশন। সে অনুযায়ী ২৭ এপ্রিল সকাল ৮টা ভোটগ্রহণ শুরু হয়।

 

এই উপনির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- নৌকা প্রতীকে আওয়ামী লীগের প্রার্থী নোমান আল মাহমুদ, মোমবাতি প্রতীকে ইসলামি ফ্রন্ট মনোনীত প্রার্থী স.উ.ম আবদুস সামাদ, চেয়ার প্রতীকে ইসলামিক ফ্রন্টের প্রার্থী অধ্যক্ষ মাওলানা এসএম ফরিদ উদ্দিন, আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) কামাল পাশা ও একতারা প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রমজান আলী।

 

নির্বাচন অফিস সূত্র জানায়, এ আসনে ভোটার রয়েছেন ৫ লাখ ১৭ হাজার ৬৫২জন। এর মধ্যে বোয়ালখালী অংশে ভোটার রয়েছেন ১ লাখ ৮৭ হাজার ৯০২জন ও নগর অংশে ৩লাখ ২৯ হাজার ৭৫০ জন ভোটার। বোয়ালখালী উপজেলার ৭৮টি কেন্দ্রের ৫০৯টি গোপন কক্ষে এবং নগরীর ১১২টি কেন্দ্রের ৯০৫টি গোপন কক্ষে ইভিএম মেশিনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট