সরকারি হিসেবে আজ শুক্রবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ উদযাপিত হলেও সন্দ্বীপে সনাতনী সম্প্রদায়ের কাছে দিনটি চৈত্র সংক্রান্তি হিসেবে উদযাপিত হয়েছে। এ-উপলক্ষে বিভিন্ন এলাকায় শিব পূজা অনুষ্ঠিত হয়েছে। পূজাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বসেছে গ্রামীণ মেলা। এই মেলা স্থানীয়দের পর্ব বা পরব মেলা নামে পরিচিত। এ বছর সন্দ্বীপে প্রায় ২০টি স্থানে এই মেলার আয়োজন করা হয়।
দ্বীপের কালাপানিয়া ইউনিয়নের গডিয়া বাড়ি, সারিকাইতের পুলিন গুহের বাড়ি, মাইটভাঙ্গা ইউনিয়নের চৌধুরী বাজারের চৌধুরী বাড়ি, মগধরার জেলেপাড়া, কাছিয়াপাড় পাল পাড়াসহ কয়েকটি জেলেপাড়ায় চৈত্র-সংক্রান্তির মেলা বেশ পুরনো। এসব মেলায় ছোটদের খেলার মাটির তৈরি হাতি, ঘোড়া, পালকি, বিভিন্ন রকম হাড়ি পাতিল সহ গৃহস্থালি কাজের বিভিন্ন আসবাবপত্র, মিষ্টি, মুড়ি মুড়কি সহ বিভিন্ন খাবার ও খেলনার দোকান বসে।
মেলার মাটির খেলনা তৈরি করাকে কেন্দ্র করে দ্বীপের পাল পাড়া প্রায় একমাস আগে থেকে ব্যস্ত হয়ে উঠে। কুমারেরা মাটি দিয়ে এসব খেলনা আগুনে পুড়ে শক্ত করে। পরে সেগুলো বিভিন্ন রঙ দিয়ে রঙ্গিন করে তোলে।
মেলায় ঘুরতে আসা স্থানীয় যুবক সাজিদ মোহন বলেন, ছোটবেলা থেকে চৈত্র-সংক্রান্তিতে আসতাম মেলা দেখতে। এখন আমার মেয়েকে মেলায় নিয়ে এসেছি।
চৌধুরী বাড়ির মেলা আয়োজক কমিটির শংকর ঘোষ বলেন, মূলত চৈত্র সংক্রান্তির শিব পূজাকে ঘিরে বিভিন্ন এলাকায় সনাতনী সম্প্রদায়ের মানুষের জমায়েত থেকে বহু আগে থেকে এই মেলার আয়োজন করা হচ্ছে।
পূর্বকোণ/নরোত্তম/জেইউ/পারভেজ