চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সৌদিয়া বাসের ধাক্কায় প্রাণ গেল কুরআনে হাফেজের

রামু সংবাদদাতা

৯ এপ্রিল, ২০২৩ | ৮:৫৮ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে সৌদিয়া বাসের ধাক্কায় প্রাণ হারালেন মো. রিদুয়ান নামে একজন কুরআনে হাফেজ।

শনিবার (৮ এপ্রিল) সাড়ে ৯ টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু চা বাগান স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

মো. রিদুয়ান জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসার মোহতামিম মৌলানা আবু বক্করের ছোট ছেলে। সে চট্টগ্রামের জামিয়া দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার ইসলামী সাহিত্য বিভাগের মেধাবী ছাত্র ছিলেন।

জানা গেছে, সৌদিয়া পরিবহনের একটি বাস টমটমকে ধাক্কা দিলে টমটমের যাত্রী মো. রিদুয়ান গুরুতর আহত হয়। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

জোয়ারিয়ানালা এমদাদুল উলুম মাদ্রাসা মাঠে আজ রবিবার যোহরের নামাজের পর মরহুমের নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট