চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সাঙ্গু নদীতে নৌকাডুবি, নিখোঁজের ১৬ ঘণ্টা পর মিলল শ্রমিকের লাশ

সাতকানিয়া সংবাদদাতা

৩০ মার্চ, ২০২৩ | ৩:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার আমিলাইষ ইউনিয়নে সাঙ্গু নদীতে বালুবাহী নৌকাডুবে নিখোঁজ শ্রমিক আবদুল হামিদের (১৮) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

 

নিহত শ্রমিক আবদুল হামিদ উপজেলার চরতি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড খইন্নার বাড়ি এলাকার জাগির হোসেনের ছেলে।

 

নিখোঁজের ১৬ ঘণ্টা পর আজ বৃহস্পতিবার (৩০ মার্চ) সকাল ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

এর আগে গতকাল বুধবার বিকেল ৪টার সময় আমিলাইষ চর অঞ্চল সংলগ্ন সাঙ্গু নদীতে কালবৈশাখী ঝড়ের সময় বালুবাহী নৌকা উল্টে গিয়ে আবদুল হামিদ নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছিল।

 

এদিন নিহতের ভাই মো. ইসমাইল বলেছিলেন, আমার ছোট ভাই মূলত ট্রাকে বালু লোড-আনলোড করত। গতকাল হঠাৎ কাউকে না জানিয়ে বালু তোলার এক নৌকার মালিকের সাথে বালু তুলতে চলে আসে। বিকেল ৩ টার দিকে কালবৈশাখী ঝড়ের সময় নৌকা উল্টে গেলে নৌকায় তার সাথে থাকা দুইজন সাঁতার কেটে উঠতে পারলেও আমার ভাই নদীতে ডুবে যায়।

 

সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার হুমায়ুন কার্ণায়েন বলেন, যুবক নিখোঁজের খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। তবে বৃষ্টির কারণে পানির স্রোত আর অন্ধকার থাকায় উদ্ধার অভিযান সফল হয়নি। আমাদের তিনজনের একটি ডুবুরি দল এসে আজ বৃহস্পতিবার ভোরে উদ্ধার অভিযানে নামেন। সকাল ৭টার দিকে যুবকের মরদেহটি উদ্ধার করা হয়।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট