২৭ মার্চ, ২০২৩ | ১১:৩৩ অপরাহ্ণ
বোয়ালখালী সংবাদদাতা
বোয়ালখালীতে চোর সন্দেহে মো.শাহজাহান (২২) নামের এক যুবককে ধরে বেঁধে পুলিশের হাতে তুলে দিয়েছে এলাকাবাসী।
রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত দেড়টার সময় বোয়ালখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
শাহজাহান উপজেলার মধ্যম চরণদ্বীপ গ্রামের আমিন মেম্বার বাড়ির আবুল কালামের ছেলে। তার কাছ থেকে চুরি যাওয়া মোবাইল পাওয়া গেছে। এছাড়া আরো একটি মোবাইল উদ্ধার করে থানা পুলিশকে বুঝিয়ে দিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় রবিউল হোসাইন।
স্থানীয়রা জানান, সাবেক উপজেলা চেয়ারম্যান বদরুচ মেহের বাড়ির রবিউল হোসাইনের ঘরের দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে শাহজাহান। সে রবিউলের মোবাইল নিয়ে সটকে পড়ার সময় দেখে ফেলে। এ সময় ধাওয়া দিয়ে শাহজাহানকে ধরে উত্তমমধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেন এলাকাবাসী।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রাজ্জাক বলেন, শাহজাহানের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এর আগে গত শনিবার দিবাগত রাতে পোপাদিয়া ইউনিয়নের তিন বাড়িতে চুরির ঘটনা ঘটে। চোরের দল ৯টি মোবাইলসহ একজোড়া স্বর্ণের কানের দুল চুরি করে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ