২৭ মার্চ, ২০২৩ | ১০:৪৪ অপরাহ্ণ
উখিয়া সংবাদদাতা
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ সাইফুল ইসলাম বাবুল (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার (২৬ মার্চ) রাত ১২টার দিকে ইউনিয়নের গজুঘোনা আব্দুর রহমানের বসত ঘর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম বাবুল পালংখালী ইউনিয়নের থাইংখালী এলাকার আব্দুর রহিমের ছেলে।
সোমবার (২৭ মার্চ) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন র্যাব ১৫’র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শামসুল আলম খান।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থাইংখালী থেকে দৌড়ে পালানোর চেষ্টাকালে বাবুলকে আটক করা হয়। উপস্থিত সাক্ষীদের সামনে আসামির দেহ তল্লাশি করে লুঙ্গির পিছনের গোচায় কোমরে বিশেষ কৌশলে রাখা লাইসেন্সবিহীন একটি দেশীয় এল.জি উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি একজন অস্ত্রধারী সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্রের ভয় দেখিয়ে বিভিন্ন এলাকার লোকজনদের মধ্যে প্রভাব বিস্তারের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে বলেও জানায় র্যাব।
উদ্ধার অস্ত্রসহ আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/পারভেজ