চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০১ জুন, ২০২৩

২৫ মার্চ, ২০২৩ | ৭:৫০ অপরাহ্ণ

সীতাকুণ্ড সংবাদদাতা

মোবাইলে কথা বলতে বলতে ট্রেনে কাটা পড়ল যুবক

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলপথে হাঁটার সময় ট্রেনের নিচে কাটা পড়ে ওয়াইবার ত্রিপুরা (২০) নামে এক আদিবাসী যুবকের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২৪ মার্চ) রাতে উপজেলার সুলতানা মন্দির এলাকায় রেল লাইনে এ ঘটনা ঘটে।

 

নিহত ওয়াইবার ত্রিপুরা বান্দরবানের থানচির রেমাক্রী ইউনিয়নের শ্রীমোহন পাড়ার সোনাচন্দ্র ত্রিপুরার ছেলে।

 

জানা যায়, ওয়াইবার ত্রিপুরা মোবাইল ফোনে কথা বলতে বলতে রেলপথ ধরে হেঁটে যাচ্ছিলেন। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী তুর্ণা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

 

সীতাকুণ্ড জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট