চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০৮ জুন, ২০২৩

সর্বশেষ:

২৫ মার্চ, ২০২৩ | ১১:৪৪ পূর্বাহ্ণ

বান্দরবান প্রতিনিধি

থানচিতে ফের আগুন, পুড়ল ৪০ দোকান-বসতঘর

বান্দরবানের থানচিতে ফের অগ্নিকাণ্ডে ৪০টিরও বেশি দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলা বাজারের দক্ষিণ পাশ থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট, থানচি বিজিবি ক্যাম্পের সদস্য, পুলিশ ও স্থানীয়রা মিলে প্রায় দু’ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

 

থানচি উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লা ম‌ং মারমা বলেন, অগ্নিকাণ্ডে বাজারের ৪০টিরও বেশি দোকান বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। ফায়ার সার্ভিসের একটি ইউনিট দিয়ে আগুন সহজে নিয়ন্ত্রণ আনা যায়নি।

 

উল্লেখ্য, গত ২২ শে মার্চ ভোরে ভয়াবহ আগুনে থানচি বলিপাড়া বাজারের অর্ধশতাধিক দোকান বাড়িঘর পুড়ে ছাই হয়ে যায়। ২০২০ সালে ভয়াবহ আগুনে থানচি বাজার পুড়ে ছাই হয়ে গিয়েছিল।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট