২৩ মার্চ, ২০২৩ | ১১:১৭ অপরাহ্ণ
উখিয়া সংবাদদাতা
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে ৭ রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। গ্রেপ্তার রোহিঙ্গাদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।
বুধবার (২২ মার্চ) রাত সাড়ে ৯টায় ১৩ ও ১৯ নম্বর ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- ১৩ নম্বর ক্যাম্পের লোকমান হাকিমের ছেলে ফরিদুল হক (৩৪), মোহাম্মদ আলীর ছেলে দিল মোহাম্মদ প্রকাশ ফয়েজ (২৫), আব্দুল আউয়াল প্রকাশ ওয়াহেদ, দিল মোহাম্মদ এর ছেলে মো. ইউনুছ (৩৪), ১৯ নম্বর ক্যাম্পের করিমুল্লাহর ছেলে নাজমুল হাসান (২৮), মো. ইলিয়াসের ছেলে এহেছান উল্লাহ (৩১) ও দিলদার আহমদের ছেলে মো. রিয়াজ (৩০)।
বৃহস্পতিবার (২৩ মার্চ) র্যাব ১৫’র সহকারী পরিচালক (গণমাধ্যম) মো. শামসুল আলম খান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে ৭ রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে হত্যা, মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
পূর্বকোণ/জেইউ/এএইচ