চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

মূল্যতালিকা না রেখে হাটহাজারীর ৭ দোকানি গুনল ৪৭ হাজার টাকা

হাটহাজারী সংবাদদাতা

২৩ মার্চ, ২০২৩ | ১১:০৭ অপরাহ্ণ

পণ্যের মূল্যতালিকা না রাখা ও ক্রয়কৃত পণ্যের ভাউচার দেখাতে না পারায় চট্টগ্রামের হাটহাজারীর আমানবাজার এলাকার সাত দোকানিকে ৪৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেলে এ অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলা কর্মকর্তা (ইউএনও) মো. শাহিদুল আলম।

 

অভিযানে আলিফ জেনারেল স্টোরকে ১০ হাজার, মালঞ্চ ফুডকে ২ হাজার, ফোরকান স্টোরকে ১০ হাজার, আমান স্টোরকে ৫ হাজার, ইদ্রিস স্টোরকে ৫ হাজার, হেদায়েত মাংস বিতানকে ৫ হাজার ও হাশেমী স্টোরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহিদুল আলম বলেন, আমানবাজার এলাকায় অভিযান চালিয়ে ৭ দোকানিকে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তাদের ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়।

 

 

পূর্বকোণ/জেইউ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট