চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমির তৌহিদ গ্রেপ্তার

সীতাকুণ্ড সংবাদদাতা

২৩ মার্চ, ২০২৩ | ৪:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জামায়াতের আমির তৌহিদুল ইসলাম চৌধুরীকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তৌহিদুল ইসলাম চৌধুরী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নামার বাজার এলাকার মৃত তফসিল আহাম্মদ উকিলের ছেলে।

 

বুধবার (২২ মার্চ) গভীর রাতে তাকে নগরীর আকবরশাহ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিষ্ফোরক, অস্ত্র আইন, বিশেষ ক্ষমতা আইন, দ্রুত বিচার আইন ও দণ্ডবিধি আইনে ৩৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

জানা যায়, উপজেলা জামায়াতের আমির তৌহিদুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে সর্বমোট ৩৪টি মামলা আছে। এর মধ্যে ১৬টি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু হয়েছে। কিন্তু তিনি পলাতক ছিলেন। গতকাল বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর আকবরশাহ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, গ্রেপ্তার তৌহিদুল ইসলাম ২০১৩-১৪ সালের সীতাকুণ্ডে সংগঠিত আগুন সন্ত্রাসসহ নাশকতার মূলহোতা হিসেবে অভিযুক্ত। গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের আকবরশাহ থানা এলাকায় অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেপ্তার করি। আজ বৃহস্পতিবার (২৩ মার্চ) তাকে আদালতে পাঠানো হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট