২৩ মার্চ, ২০২৩ | ১২:১৮ পূর্বাহ্ণ
মহেশখালী সংবাদদাতা
চট্টগ্রামের ফৌজদারহাট এলাকায় অভিযান চালিয়ে মহেশখালী থানার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) সীতাকুণ্ড থানার ফৌজদারহাট এলাকা থেকে দুপুর ২টার সময় তাকে গ্রেপ্তার করেন মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী।
গ্রেপ্তার আব্দুর রহিম প্রকাশ লইক্কা (৪২) হোয়ানক কালালিয়া ঘাটা এলাকার আনু মিয়া পুত্র।
মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী জানান, গ্রেপ্তারের পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মহেশখালীর হোয়ানক এলাকার কালালিয়াকাটা ঢেউয়াখালী পাহাড়ের মাটিতে পুঁতে রাখা ১টি অস্ত্র ও কিরিচ জব্দ করা হয়। পুলিশের দাবি আটক যুবক চিহ্নিত সন্ত্রাসী। সে উপজেলার হোয়ানক কালালিয়া ঘাটা এলাকায় কালারমারছড়া উত্তরনলবিলা এলাকার মোকারম (২৭) নামক এক সিএনজি ড্রাইভারকে পূর্ব শত্রুতার জের ধরে গহীন পাহাড়ে নিয়ে গাছের মধ্যে বেঁধে দা দিয়ে কুপিয়ে ডান হাত সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলে। ঘটনার পর দীর্ঘদিন পলাতক থাকে।
পূর্বকোণ/হোবাইব/রাজীব