চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মহেশখালীতে অগ্নিকাণ্ডে ৪ বাড়ি পুড়ে ছাই, লাখ টাকার ক্ষয়ক্ষতি

মহেশখালী সংবাদদাতা

২২ মার্চ, ২০২৩ | ১১:২৮ অপরাহ্ণ

মহেশখালী উপজেলার কুতুবজোম বটতলায় বসতবাড়িতে গ্যাস থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৪ বাড়ি পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে আনুমানিক কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের।

 

বুধবার (২২মার্চ) রাতে উপজেলার কুতুবজোম ইউনিয়নের বটতলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

স্থানীয়রা জানান, একটি বাড়ির গ্যাসের চুল্লী থেকে প্রথমে আগুনের সূত্রপাত হয়। এ সময় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে মুহূর্তের মধ্যেই আগুন পাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। এতে ৪ বাড়ি পুড়ে যায়। স্থানীয়রা মহেশখালী ফায়ার সার্ভিসের জরুরি নাম্বারে যোগাযোগ করলে ফায়ার সার্ভিসের ইউনিট ও স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইয়াছিন পূর্বকোণকে বলেন, আগুনের খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসসহ স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আওতায় আনা হবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট