চট্টগ্রাম মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪

বাঁশখালীতে মায়া হরিণ জবাই, ৫ শিকারীর কারাদণ্ড

বাঁশখালী সংবাদদাতা

২২ মার্চ, ২০২৩ | ১২:৫৫ অপরাহ্ণ

চট্টগ্রামের বাঁশখালীতে মায়া হরিণ শিকার ও জবাইয়ের অপরাধে ৫ শিকারীকে ৮ মাসের কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

 

দণ্ডিতরা হলেন- বাঁশখালী নাপোড়া ৫ নম্বর ওয়ার্ডের মো. আলীর ছেলে মো. জসিম (২১), আলী হোসেনের ছেলে মো. নেজাম (২০), নেয়ামত আলীর ছেলে মনজুর (৩০), আব্দুল হকের ছেলে মো. হোসেন (৪০) এবং মকসেদ আলীর ছেলে কালু (১৮)। মঙ্গলবার (২১ মার্চ) তাদের এ দণ্ড দেওয়া হয়।

 

বুধবার (২২ মার্চ) সকালে বাঁশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খোন্দকার মাহমুদুল হাসান এ তথ্য জানান।

 

তিনি বলেন, বনবিভাগের সহায়তায় বাঁশখালী উপজেলার নাপোড়া চুনতি অভয়ারণ্যে মায়া হরিণ জবাই করে পরিবহনের সময় অভিযান চালিয়ে ৫ শিকারিকে আটক করা হয়। এসময় বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ এর ২৩ (২) ধারার অপরাধে ২৬ (১ক) ধারায় প্রত্যেককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে জবাই করা মায়া হরিণটি মাটিচাপা দেওয়া হয় ও হরিণ ধরতে ব্যবহৃত জাল পুড়িয়ে দেওয়া হয়।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট