২১ মার্চ, ২০২৩ | ৪:৩৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের উখিয়ায় ক্যাম্পে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন আরও একজন। নিহত দু’জনের নামই রফিক। তাবে তাৎক্ষণিক তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি। আহত যুবকের নাম মো. ইয়াছিন।
আজ মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ক্যাম্প-১৩ তে এ ঘটনা ঘটে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, `দুপুরে ক্যাম্প-১৩ তে একদল সশস্ত্র সন্ত্রাসী ঘরে ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রফিক নামে এক রোহিঙ্গা মারা যান। আর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন আরেক রফিককে। এ ঘটনায় ইয়াছিন নামে গুলিবিদ্ধ আরেক রোহিঙ্গাকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।’
পূর্বকোণ/পিআর/এএইচ