চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

‘তিনি শুধু পেটান’

এম জাহেদ চৌধুরী

২০ মার্চ, ২০২৩ | ১০:৫৪ অপরাহ্ণ

গত শনিবার রাতে খদ্দেরকে চুল কাটেন সেলুন কর্মী তপন শীল। কাটিংয়ের স্টাইল পছন্দ হয়নি কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলামের। তাই ওই কর্মীকে মারধর করেন চেয়ারম্যান।

 

শুধু তাই নয়, প্রেমিকার সাথে কথা বলায় প্রেমিককে মারধর করেন। চুরির অজুহাতে অটোরিকশা চালক, নালিশ দিতে গেলে বা নালিশ পেলে সাধারণ মানুষকে ও চোর সন্দেহে নিরহ লোককেও কারণে অকারণে শুধু পেটান।

 

এর আগে, রাস্তায় ফেলে বুকের ওপর পা দিয়ে যুবককে মারধরের চেয়ার‌্যানের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল। ফের দলীয় মনোনয়ন নিয়ে দ্বিতীয় দফায় চেয়ারম্যান নির্বাচিত হবার পর থেকে কারণে অকারণে নানা ছুতোয় তিনি শুধু মানুষ পিটিয়েই চলেছেন। তবে প্রথম মেয়াদে চেয়ারম্যান থাকাকালীন ত্রাণের চাল আত্মসাতের দায়ে বহিষ্কৃত হন তিনি।

 

জানা যায়, ২০১৬ সালে টৈটং ইউনিয়ন পরিষদের সামনের রাস্তায় শতাধিক লোকের সামনে প্রকাশ্য দিবালোকে চেয়ারম্যান জাহেদুল ইসলামের নির্যাতনের শিকার হয়েছিল রেজাউল করিম নামের এক যুবক। প্রেমিকা মুবিনা আকতারের সাথে দেখা করতে গেলে গ্রামপুলিশ দিয়ে তাকে ধরে আনেন। রেজাউল একই ইউনিয়নের গুদিকাটা গ্রামের মোস্তাক আহমদের ছেলে। কিন্তু এ নির্যাতন সয়েও তখন রেহাই পাইনি রেজাউল। আহতবস্থায় তাকে পুলিশে দিয়েছিল চেয়ারম্যান জাহেদ। এমনকি নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে ইভটিজিংয়ের অভিযোগে তাকে তিনমাসের সাজা দিয়ে কারাগারেও পাঠিয়েছিলেন।

 

একই বছরের ২২ জুলাই রাতে লোহা চুরির অভিযোগে আব্দুল মোকাদ্দেস নামের এক অটোরিকশা চালককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালিয়েছেন চেয়ারম্যান জাহেদুল ইসলাম চৌধুরী। লাঠি-বেত ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মুমূর্ষু অবস্থায় চেয়ারম্যানের টর্চার হোমে ফেলে রাখা হয়। আব্দুল মোকাদ্দেস একই ইউনিয়নের আলেকদিয়া কাটা এলাকার হোসাইন আলীর ছেলে।

 

সেলুন কর্মী তপন শীল কুতুবদিয়া উপজেলার দক্ষিণ ধুরং ইউনিয়নের বাসিন্দা। টৈটং ইউনিয়নের হাজী বাজারের দোকানে গিয়ে চেয়ারম্যান এ তাণ্ডব চালালেও নিজের নিরাপত্তার ভয়ে আতংকিত সেলুন কর্মী তপন। তাঁকে জিম্মি করে চেয়ারম্যানের পক্ষে ভিডিও বক্তব্য আদায় করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে চেয়ারম্যান জাহেদুলের লোকজন।

 

বছরখানেক আগে সড়ক দুর্ঘটনায় আহত একব্যক্তিকে উদ্ধার করার দায়ে বাবুর্চি মাহবুবুল আলমকে টর্চার সেলে ডেকে নিয়ে বেধড়ক মারধর করেন চেয়ারম্যান জাহেদ।

 

পেকুয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জুবাইদুল্লাহ লিটন বলেন, দলের অঙ্গ সংগঠনের রাজনীতিতে সম্পৃক্ত না থাকলেও হুট করে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বনে যান জাহেদুল ইসলাম। জনপ্রতিনিধিত্ব ও রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের ওপর নির্যাতক হিসেবে আবির্ভূত হয়েছেন তিনি।

 

জানতে চাইলে টৈটং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম পূর্বকোণকে বলেন, এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় সুন্দরভাবে চুল কাটতে বলেছি। যুবকরা বিভিন্ন স্টাইলের চুল কাটায় বখাটে হয়ে যাচ্ছে। যদি এতে অন্যায় হয় তাহলে অন্যায়।

 

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর হায়দার জানান, মারধরের ঘটনার প্রেক্ষিতে সুনির্দিষ্ট অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। অপরাধী যেই হোক, ছাড় দেয়া হবে না।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট