চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মানিকছড়িতে প্রধানমন্ত্রীর উপহার পাচ্ছে ২২৫ পরিবার

মানিকছড়ি সংবাদদাতা

২০ মার্চ, ২০২৩ | ৯:৪৯ অপরাহ্ণ

দেশব্যাপী ভূমি ও গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় খাগড়াছড়ির মানিকছড়িতে নতুন ঘরে ঠাঁই পাচ্ছে ২২৫ পরিবার। আগামী বুধবার (২২ মার্চ) ভার্চুয়ালী যুক্ত হয়ে এসব পরিবারকে ঘরের চাবি ও দলিল হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

সোমবার (২০ মার্চ) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রক্তিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা দেশে ভূমি ও গৃহহীন কেউই থাকবেনা। এরই আলোকে তৃতীয় ধাপের ২৫ এবং চর্তুথ ধাপের ২শ ভূমি ও গৃহহীন পরিবারের জন্য ইতোমধ্যে আশ্রয়ণ প্রকল্পে ঘর নির্মাণ শেষ হয়েছে। আগামী বুধবার সকাল ৯টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী এসব ঘরের চাবি ও দলীল হস্তান্তর করবেন। এছাড়া এসব হতদরিদ্র ও গরীব পরিবারের হাতে স্থানীয় ব্যক্তিবর্গ ও প্রশাসনের সহযোগিতায় খাদ্য সামগ্রীর প্যাকেট তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে যে কেউ এগিয়ে আসার সুযোগ রাখা হয়েছে।

 

প্রথম, দ্বিতীয় ও তৃতীয় (আংশিক) ধাপে ৬৯৭ পরিবারকে আশ্রয়ণের সুবিধা নিশ্চিত করা হয়েছে এবং চলমান রয়েছে আরও ১৩০ টি ঘরের নির্মাণ কাজ।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট