চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ৬

বান্দরবান সংবাদদাতা

২০ মার্চ, ২০২৩ | ৪:২৫ অপরাহ্ণ

বান্দরবানের রুমার উপজেলার রুমা-বগালেকে সড়কে দুই ট্রাকের সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 

আজ সোমবার (২০ মার্চ) দুপুরে বগালেক সড়কের ১৭ কিলো এলাকায় এ ঘটনা ঘটে। 

 

নিহতদের মধ‍্যে ২ জনের নামপরিচয় পাওয়া গেছে। এরা হল- বান্দরবানের ঘুংগুরু পাড়ার গ্যপ্রু খিয়াং (২৭) ও রুমার থাইক্ষ‍্যং পাড়ার নুন থারময় বম (৩২)। এরা হাসপাতালে আনার পর মারা যায়।

 

আহতদের মধ‍্যে যাদের নাম পাওয়া গেছে তারা হল- থাইক্ষ‍্যং পাড়ার মকিম বম (৫২), সুনসং পাড়ার চুমবিকময় বম (৩) সুনসং পাড়ার লাভলিপার বম (৩৫) থাইক্ষ‍্যং পাড়ার জরনুময় বম-২৮, লালপিয়ানকিম বম (৪৫), জিরামসিয়াম বম (২৭), পারকুময় বম (৪৫), তিয়ানহাই বম (৩৫) ও বাঙ্গালহালিয়ার মো. হোসেন (৩৫)।

 

স্থানীয়দের বরাত দিয়ে রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দুপুরে রুমা বাজার থেকে একটি ট্রাক বগালেক যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা যাত্রীবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি ঝিরিতে পড়ে গেলে ঘটনাস্থলেই ৪ নারী নিহত হন। এ সময় আহত হয়েছেন আরও ১২ জন। আহতদের মধ্যে ৬ জনকে রুমা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 

 

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

 

তবে বান্দরবান জেলা পরিষদের সদস্য জুয়েল বম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলে ৪ জন নিহত হয়েছেন। হাসপাতালে আরও ২ জনের মৃত্যু হয়েছে। 

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট