২০ মার্চ, ২০২৩ | ৩:৪২ অপরাহ্ণ
কাপ্তাই সংবাদাতা
কাপ্তাইয়ের চন্দ্রঘোনার লেমুছড়িতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি আব্দুর মান্নানকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আব্দুর মান্নান লেমুছড়ি এলাকার মৃত মোখলেছ রহমানের ছেলে।
সোমবার (২০ মার্চ) তাকে গ্রেপ্তার করা হয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম জানান, চন্দ্রঘোনা থানার একটি মামলায় আব্দুর মান্নানকে ৫ বছর ৩ মাসের সশ্রম কারাদণ্ড এবং সাড়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে আদালত। এ দণ্ড নিয়ে দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে তাকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।
পূর্বকোণ/পিআর/এসি