চট্টগ্রাম বুধবার, ০৭ জুন, ২০২৩

২০ মার্চ, ২০২৩ | ১২:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

বিকেলে ফিরবেন সেন্টমার্টিনে আটকা পড়া পর্যটকরা

দুযোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকার কারণে সেন্টমার্টিনে আটকে পড়েছেন হাজারো পর্যটক। আটকে পড়া সেসব পর্যটকরা আজ সোমবার (২০ মার্চ) বিকেলে ফিরবেন। সংকেত উঠে যাওয়ায় সকালে কয়েকটি জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়েছে।

 

জানা গেছে, দুযোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকার কারণে স্থানীয় সতর্কতা সংকেত দেখে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়। ফলে ১৯ মার্চ সেন্টমার্টিনে পর্যটকরা আটকা পড়ে। একদিন পর সংকেত উঠে যাওয়ায় জেলা প্রশাসনের নির্দেশনায় আটকা পড়া পর্যটকদের ফেরাতে সকালে সব জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে।

 

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবর রহমান জানান, আটকা পড়া পর্যটকদের ফিরিয়ে আনতে ইতোমধ্যে জাহাজ টেকনাফ দমদমিয়া ঘাট ছেড়েছে। ২৪ ঘণ্টা পর্যন্ত পর্যটকদের যাবতীয় প্রয়োজনের দেখভাল করা হয়েছে।

কক্সবাজার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান জানান, জেলা প্রশাসনের নির্দেশ মতে জাহাজ সেন্টমার্টিনের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। যাতে পর্যটকরা নিরাপদে ফিরতে পারেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট