চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

টেকনাফে পাঠাভ্যাস উন্নয়ন উদ্বুদ্ধকরণ কর্মশালা

টেকনাফ সংবাদদাতা

২০ মার্চ, ২০২৩ | ১২:২২ পূর্বাহ্ণ

‘শিক্ষা নিয়ে গড়ব দেশ-শেখ হাসিনার বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে বিশ্বসাহিত্য কেন্দ্রের পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

 

রবিবার (১৯ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

টেকনাফ উপজেলা মাধ্যমিক অফিসার আনন্দ ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরফানুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সেকেন্ডারি এডুকেশন ডেভলপমেন্ট প্রোগ্রাম সহকারী পরিচালক ড. আছিছুল আহছান কবির, পরিসংখ্যানবিদ মো. আসাদুজ্জামান আসাদ, সহকারী পরিচালক সাদেক আহমেদ খান ও উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আবছার।

 

প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার মো. এরফানুল হক চৌধুরী বলেন, বই হচ্ছে একটি সম্পদ। এ সম্পদ ফেলে রাখলে হবে না। চর্চা ও অধ্যয়ন করতে হবে।

 

অনুষ্ঠানে টেকনাফ উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান এবং দায়িত্বপালনকারী লাইব্রেরিয়ান শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট