চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বঙ্গোপসাগরে ৪ নৌকা ডুবে নিখোঁজ ১, উদ্ধার ১৯

আনোয়ারা সংবাদদাতা

১৯ মার্চ, ২০২৩ | ২:১৫ অপরাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিযনের বঙ্গোপসাগরে লবনবাহী ৪টি নৌকা ডুবে এক মাঝি নিখোঁজ হয়েছে।

রবিবার (১৯ মার্চ) সকাল ৯টায় উপজেলার খোর্দ্দগহিরা এলাকার ছিপাতলী ঘাট এলাকায় সাগরে এ দুর্ঘটনা ঘটে। তবে চারটি নৌকার ১৯ মাঝিমাল্লাকে স্থানীয়রা উদ্ধার করেছে। নিখোঁজ মাঝিকে উদ্ধারে কাজ করছে নৌ-পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা আবদুল আজিজ টিপু বলেন, খারাপ আবহাওয়ার কারণে সাগরে বাতাস ও ঢেউ বেশি ছিল। এ সময় লবনবাহী ৪টি নৌকা ডুবে যায়। স্থানীয়রা নৌকা নিয়ে বোটের মাঝি-মাল্লাদের উদ্ধার করে উপকূলে নিয়ে আসে।

বোটের মালিক কুতুবদিয়া এলাকার বাসিন্দা আবুল কাশেম বলেন, আমার মালিকানাধীন ‘এমভি আল্লাহর দান’ নামের বোটটি ৬৪ মেট্রিকটন লবন নিয়ে কুতুবদিয়া থেকে চট্টগ্রাম নগরীর দিকে যাচ্ছিল। বোটের মধ্যে ৫ জন মাঝিমাল্লা ছিল। চারজন ফিরে আসলেও একজন এখনো নিখোঁজ রয়েছে। ডুবে যাওয়া বোটের মূল্য ২০ লাখ টাকা।

গহিরা নৌ-পুলিশের ইনচার্জ এসআই আবদুল খালেক বলেন, আনোয়ারা উপকূলে বঙ্গোপসাগরে বোট ডুবির ঘটনায় একমাঝি নিখোঁজ রয়েছে। নিখোঁজ মাঝির সন্ধানে নৌ-পুলিশ উদ্ধার অভিযান চালাচ্ছে।

পূর্বকোণ/সুমন/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট