চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

রাউজানের মন্দাকিনী আশ্রমে ২ দিনব্যাপী বারুনী স্নান আজ থেকে

বিজ্ঞপ্তি

১৮ মার্চ, ২০২৩ | ৯:১৬ অপরাহ্ণ

মধুকৃষ্ণা ত্রয়োদশী তিথি উপলক্ষ্যে ১৮ ও ১৯ মার্চ (শনিবার-রবিবার) সাধনাপীঠ মন্দাকিনী আশ্রমের ২ দিনব্যাপী ৬৭তম বার্ষিক বারুনী স্নান চট্টগ্রামের রাউজানে দক্ষিণ পিঙ্গলা কলমপতি ২ নম্বর ঢাবুয়ার পাহাড় এলাকায় অনুষ্ঠিত হচ্ছে। এতে উপস্থিত থাকবেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী।

 

শনিবার (১৮ মার্চ) সন্ধ্যা ৬টায় মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এছাড়া সন্ধ্যা সাড়ে ৬টায় ধর্মসভা, রাত ৮টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, রাত সাড়ে ৯টায় বিশ্বশান্ত কামনায় উপসনা ও গীতাযজ্ঞের শুভ অধিবাস হবে।

 

রবিবার (১৯ মার্চ) সকাল ৬টা ২৫ মিনিট থেকে মধুকৃষ্ণা ত্রয়োদশীর শুভারম্ভ ও বারুনী স্নান শুরু হবে। গীতাযজ্ঞের পৌরহিত্য করবেন শ্রী শ্রী ব্রহ্মানন্দ যোগাশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী বিরশ্বরানন্দ গিরি মহারাজ। এরপর সকাল ৯টায় গঙ্গা মন্দির প্রাঙ্গণে কবি গান অনুষ্ঠিত হবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট