চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

চাচাকে হত্যার দায়ে ৩ ভাইপোর যাবজ্জীবন মহেশখালীতে

মহেশখালী সংবাদদাতা

১৬ মার্চ, ২০২৩ | ৫:৩৩ অপরাহ্ণ

মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ারঘোনা গ্রামে চাচাকে হত্যার দায়ে ৩ ভাইপোকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন কক্সবাজার জেলা দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার (১৬ মার্চ) এই রায় ঘোষণা করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নিশাত সোলতানা।

জানা গেছে, ২০০২ সালে উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ারঘোনা এলাকায় জায়গা জমি বিরোধ নিয়ে খুন হন নুরুল কাদের। এই ঘটনায় আপন ভাই আবদুল কাদের ও তার তিন ছেলে রফিক উল্লাহ, মুহিব উল্লাহ ও জসিম উদ্দিনসহ জড়িতদের নামে মহেশখালী থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের স্ত্রী। এই মামলার বৃহস্পতিবার কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের পঞ্চম বিচারক হত্যাকাণ্ডের রায় ঘোষণা দিয়েছেন।

রায়ের আগে অভিযুক্ত প্রধান আসামি (ভাই) মৃত্যুবরণ করায় তাকে সাজা দেওয়া হয় নি।

বাদী পক্ষের আইনজীবী এড. মোহাম্মদ জাহাঙ্গীর সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট