১৫ মার্চ, ২০২৩ | ১১:১২ অপরাহ্ণ
উখিয়া সংবাদদাতা
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার টিভি টাওয়ার ঢালুতে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষ ও এম্বুলেন্স উল্টে ৩ জন নিহত এবং আরও ২ জন আহত হয়েছে।
বুধবার (১৫ মার্চ) রাত ৯টা ও সাড়ে ৯টার দিকে টিভি টাওয়ার ঢালুতে পৃথক এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত একজনের পরিচয় পাওয়া গেছে। নিহত ফারদিন রাফি (২৫) পালংখালী ইউনিয়নের থাইংখালীর ৫ নম্বর ওয়ার্ড আশার পাড়া গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। গুরুতর আহত অবস্থায় ২ জনকে হাসপাতালে প্রেরণ করেছে প্রত্যক্ষদর্শীরা।
স্থানীয় এক সংবাদকর্মী জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে টিভি টাওয়ার ঢালুতে ট্রাক ও পিকআপ সংঘর্ষে ঘটনাস্থলে পিকআপ চালক নিহত হওয়ার আধ ঘণ্টা পর একটি এম্বুলেন্স উল্টে মা-ছেলে নিহত হয়েছে। তবে এ ঘটনায় নিহতদের পরিচয় জানাতে পারেননি।
উখিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ