চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে লাখ টাকা জরিমানা

মানিকছড়ি সংবাদদাতা

১৫ মার্চ, ২০২৩ | ১১:৩৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির মানিকছড়িতে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মো. মনির হোসেন নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

 

বুধবার (১৫ মার্চ) বেলা সাড়ে ১১টায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ উপজেলার চেংগুছড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা আদায় করেন।

 

তিনি বলেন, প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে একজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলায় অবৈধ বালু ও পাহাড় কাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট